মালয়েশিয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দেশটিতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি।
গত ৬ জানুয়ারি কুয়ালালামপুর থেকে প্রায় ৬ শ’ কিলোমিটার দূরে বন্যা কবলিত কেলান্তানের অধিবাসীদের মালয়েশিয়ার ২ লাখ রিঙ্গিত অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় অর্ধ কোটি টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ বিজনেস অ্যাসসিয়েসানের এক ঝাঁক সমাজ কল্যাণকর্মী।
বিতরণের মধ্যে ছিল- নতুন কাপড়, শুকনা খাবার, বাচ্চাদের ব্যবহারিক খাদ্যদ্রব্য, দুধ, প্যাম্পাস, পানি জাতীয় দ্রব্য, বিস্কুট জাতীয় খাদ্য, চাউল, চিনি। দলটি বন্যা কবলিত চারটি এলাকা পেরাক, পাহাং, কেলেন্তান, তেরেঙ্গানুতে ত্রাণ বিতরণ করে।
কমিউনিটির সদস্যরা বলছেন, মানবতার সেবায় এগিয়ে আসাটা মানুষের কর্তব্য। যারা কেলান্তানে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন তারা হলেন- মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ, রাশেদ বাদল, লিটন আবাদ, অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন মিরান, মো. কাজী সালাউদ্দিন, শফিকুর রহমান চৌধুরী, জাকিরুল ইসলাম খান, নাজমুল ইসলাম, মো. মিনহাজ উদ্দিন, নাসির উদ্দিন, মামুন বিন আব্দুল মান্নান, জহিরুল ইসলাম হিরণসহ মালয়েশিয়া সেচ্ছাসেবক কর্মীরা।
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৫/মাহবুব