বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি কুয়েত শাখার উদ্যোগে এবং একুশে টিভির সৌজন্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুয়েত সিটির ওমুরিয়া শামলা স্কুলের মাঠে গতকাল শুক্রবার বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি কুয়েত ফুটবল টিম বনাম আল সামছিয়া ইন্টারনেশনাল টিমের মধ্যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আল সামছিয়া ইন্টারনেশনাল কে ৩/২ গোলে হারিয়ে বিজয়ী হয় বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, কুয়েত ফুটবল টিম। বিজয়ী দলের ট্রফি গ্রহণ করেন দলের ম্যানেজার জামাল উদ্দিন ও অধিনায়ক জাহিদ সিকদার।
বিডি-প্রতিদিন/ ১০ জানুয়ারি, ২০১৫/ রশিদা