আওয়ামী না বিএনপি?- এ নিয়ে হুলস্থুল কাণ্ড হয়ে গেল লন্ডনে। গত ৫ জানুয়ারি লন্ডনের দ্যা আট্রিয়াম হলে আয়োজিত 'গণতন্ত্রের বিজয় দিবস' অনুষ্ঠানটির শেষ পর্ব চলছিল। এ সময় অনুষ্ঠানে উপস্থিত শাহনেওয়াজ নামের এক ব্যক্তির রাজনৈতিক পরিচয় নিয়ে রীতিমতো হাতাহাতির ঘটনা ঘটে গেল নেতাকর্মীদের মধ্যে।
সূত্র জানায়, অনুষ্ঠান চলাকালে যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি হরমুজ আলী ও যুব ক্রীড়া সম্পাদক তারিফ আহমদ শাহনেওয়াজকে বিএনপির এজেন্ট উল্লেখ করে অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে যেতে বলেন। তখন শাহনেওয়াজ নিজেকে আওয়ামী লীগ কর্মী পরিচয় দিয়ে এর প্রতিবাদ করেন। এ নিয়ে হট্টগোল শুরু হলে তারিফ আহমদ ও হরমুজ আলীর বক্তব্যকে সমর্থন দেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক সুশান্ত দাশ গুপ্ত। একপর্যায়ে শাহনেওয়াজ সুশান্তকে 'মালাউন' বলে গালি দেন। এ নিয়ে অনুষ্ঠানে হাতাহাতি শুরু হয়। পরে উপস্থিত নেতৃবৃন্দরা পরিস্থিতি সামাল দেন।
অনুষ্ঠান শেষে এ ঘটনার জের ধরে যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী সুশান্তকে ফের 'মালাউন' বলে কটুক্তি করলে আবারও উত্তেজনা দেখা দেয়।
সুশান্ত দাশ গুপ্ত গণমাধ্যমকে জানান, বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতির ধারক ও বাহক হিসাবে রাজনীতি করছে। দলের দায়িত্বশীল কোন নেতার এমন সাম্প্রদায়িক উক্তি আমাকে মর্মাহত করেছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষই পুলিশের কাছে অভিযোগ করেছেন বলে জানা গেছে।
শাহনেওয়াজ ঘটনাটি নিজেদের দলীয় বিষয় বলে লন্ডনের সাংবাদিকদের কাছে মন্তব্য করেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
বিজয় দিবসের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, গতকাল এইখানে এমন একজন বক্তৃতা করেছেন যে, হুজুর এনে মিলাদ পড়িয়ে এ রুমটিকে পবিত্র করা দরকার।
প্রসঙ্গত, ৪ জানুয়ারি ওই হলে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান বক্তৃতা করেন।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি ২০১৫/আহমেদ