বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সমাবেশে বক্তারা
সরকারের বিরুদ্ধে বিএনপির ষড়যন্ত্রের সিডি নিউইয়র্কে খোকার হাতে
নিউইয়র্ক থেকে এনআরবি নিউজ :
নিউইয়র্কে 'বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস' উপলক্ষে শনিবার রাতে অনুষ্ঠিত সমাবেশে মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও যুুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, "কংগ্রেসম্যানদের স্বাক্ষর জাল এবং বিজেপির সভাপতির সঙ্গে টেলি সংলাপের মিথ্যাচারের তথ্য ফাঁস হওয়ার পর বিএনপির হাতে এখন জঘন্য মিথ্যা তথ্যের সিডি এবং লিফলেটের প্যাকেট। আর এ প্যাকেট ঢাকা থেকে লন্ডন হয়ে নিউইয়র্কে বিএনপির নেতাদের কাছেও এসেছে।"
তিনি বলেন, "তারেক রহমানের ৫ উপদেষ্টা সাম্প্রতিক সময়ে ঢাকা-লন্ডন এবং নিউইয়র্কে আনাগোনা করে সরকারের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচারণার পরিকল্পনা করেছেন। এ কাজে যত অর্থ প্রয়োজন তা ব্যয়ের দায়িত্ব নিয়েছেন নিউইয়র্কে অবস্থানরত বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে মানবাধিকার লংঘন, বাংলাদেশ নিরাপত্তা বাহিনীর ইমেজ ক্ষুণ্ন হয়-এমন সব আজগুবি ও উদ্ভট তথ্য সংবলিত ঐ প্যাকেট বিতরণ প্রক্রিয়ার সমন্বয় ঘটাচ্ছেন সাদেক হোসেন খোকা।"
জাকারিয়া বলেন, "সরকারের ইমেজ বিপন্ন হয় এমন সব উদ্ভট তথ্য সংবলিত ঐ প্যাকেট তৈরি করেন বিএনপির আরেক ভাইস প্রেসিডেন্ট বর্তমানে কারাবন্দি শমসের মোবিন চৌধুরী। তার মাধ্যমেই যুক্তরাষ্ট্রে বহুমুখী অপরাধে ৯ বছরে ২৭ বার গ্রেফতার হয়ে বিভিন্ন মেয়াদে শাস্তিভোগকারী জাহিদ এফ সরদার সাদী বিএনপির বৈদেশিকবিষয়ক বিশেষ দূত হয়েছেন।"
বিপুলসংখ্যক প্রবাসীর উপস্থিতিতে ব্রুকলিনে চার্চ-ম্যাকডোনাল্ড ইউনিট আওয়ামী লীগের এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইসমত হক খোকন এবং পরিচালনা করেন সেক্রেটারি মমিনুল হক সুমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার। আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাবুল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মশিউল আলম জগলু, আওয়ামী লীগ নেতা মোবস্বির মিয়া, আব্দুল জলিল, মোস্তফা কামাল, মোস্তফা কামাল মানিক, আবুল কাশেম প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১১ জানুয়ারি, ২০১৫/ রশিদা