যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদসহ ১৩ সংগঠনের সম্মিলিত সংবাদ সম্মেলন থেকে বিএনপিকে জ্বালাও-পোড়াও এবং মিথ্যাচারের রাজনীতি পরিহার, সন্ত্রাসী সংগঠন জামাত-শিবিরের সংশ্রব ত্যাগ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেয়ার চলমান কার্যক্রমে অংশগ্রহণের স্পষ্ট অঙ্গীকার করার আহ্বান জানানো হয়। একইসঙ্গে অবরোধের নামে গত কয়েকদিনে দেশব্যাপী যে নাশকতা চালানো হচ্ছে এবং মার্কিন কংগ্রেসম্যানদের স্বাক্ষর জাল করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার জন্যে খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বানও জানানো হয়। অন্যথায় ইতিাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হওয়ার জন্যে খালেদা জিয়াকে তৈরি থাকতে বলা হয়। একইসঙ্গে মার্কিন কংগ্রেসম্যানদের স্বাক্ষর জাল করার জন্যে যুক্তরাষ্ট্রের আদালতে খালেদা ও তারেক রহমানকে হুকুমের আসামি করে মামলা দায়ের করার হুমকিও প্রদান করা হয়।
রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য উপস্থাপন করেন মুুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ সময় জানানো হয় যে, নিজেই অবরোধ ডেকে অফিসে বন্দী হয়ে রয়েছেন খালেদা জিয়া, তাকে বন্দী করার প্রশ্নই ওঠে না। অপর এক প্রশ্নের জবাবে বলা হয় যে, হেফাজতি কায়দায় রাজধানীতে ধ্বংসলীলা চালানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন খালেদা জিয়া এবং তার দলের নেতা-কর্মীরা। এ ধরনের ধ্বংস কার্যক্রম থেকে সর্বসাধারণকে রক্ষার্থে সরকার তার দায়িত্ব যথাযথ পালন করছে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন ড. প্রদীপ রঞ্জন কর, যুুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভানেত্রী মুর্শেদা জামান, যুক্তরাষ্ট্র পেশাজীবী সমন্বয় পরিষদের সেক্রেটারি আশরাফুজ্জামান, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন আজমল এবং যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক খুরশেদ আনোয়ার বাবলু।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শেখ হাসিনা মঞ্চের সভাপতি জালালউদ্দিন জালাল এবং সেক্রেটারি কায়কোবাদ খান, স্বাধীনতা চেতনামঞ্চের সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার গিয়াস আহমেদ, স্বাধীনতার চেতনামঞ্চের সেক্রেটারি হেলাল মাহমুদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান বেনু, পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুল হাসান, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উপদেষ্টা হাজী নূরে আজম বাবু, মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, মুক্তিযোদ্ধা এ বি সিদ্দিক এবং যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার।
বিডি-প্রতিদিন/ ১৩ জানুয়ারি, ২০১৫/ রশিদা