বিএনপির রাজনৈতিক মতলব হাসিলের অভিপ্রায়ে ৬ মার্কিন কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করে ভুয়া বিবৃতি প্রদানকারী যুক্তরাষ্ট্রে বসবাসরত বিএনপির বৈদেশিক দূত ও বিশেষ উপদেষ্টা জাহিদ এফ সর্দার সাদী এবং ডা. মজিবর রহমান মজুমদারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এ তথ্য জানান। এ সময় তিনি বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত ওই অব্যাহতি পত্রের কপি সাংবাদিকদের প্রদান করেন।
ক্যাপিটল হিলের সূত্রগুলো জানিয়েছে, কংগ্রেসম্যানদের স্বাক্ষর জালিয়াতির ঘটনা নিয়ে সংশ্লিষ্টরা তদন্ত শুরু করেছে। যারা দায়ী তারা অবশ্যই আইনের আওতায় আসবেন।
সংবাদ সম্মেলনে সাদেক হোসেন খোকা জানান, 'বিএনপির কেন্দ্রীয় অফিস এবং চেয়ারপার্সনের অফিস অবরুদ্ধ থাকায় এ বিষয়ে ঢাকায় প্রেস কনফারেন্স করা সম্ভব হয়নি বিধায় আমি কেন্দ্রীয় কমিটির ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, সাবেক সহ সভাপতি গিয়াস আহমেদ, সাবেক সেক্রেটারি জিল্লুর রহমান প্রমুখ।
উদ্ভূত পরিস্থিতি প্রসঙ্গে খোকা বলেন, 'একটি অনাকাঙ্খিত ঘটনার প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনাদের মত আমরাও গণমাধ্যমের সূত্রে বাংলাদেশের চলমান পরিস্থিতির বিষয়ে মার্কিন কংগ্রেসের কতিপয় সদস্যের একটি তথাকথিত বিবৃতির খবর জানতে পারি। পরক্ষণে আবার সংবাদ মাধ্যমের খবরেই জানা যায় যে, বিবৃতিটি সঠিক নয়। এটি ছিলো ব্যক্তি বিশেষের রহস্যময় তত্পরতার ফসল। নিন্দনীয় এই ঘটনার সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই জন প্রবাসী প্রতিনিধির সম্পৃক্ততার তথ্য জানাজানি হওয়ার প্রেক্ষিতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তাত্ক্ষণিকভাবে তাদের নিয়োগ বাতিলের নির্দেশ দেন। সে অনুযায়ী মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসরত ডা. মজিবুর রহমান মজুমদার ও জাহিদ এফ সর্দার সাদিকে বিএনপির বিশেষ উপদেষ্টা ও বৈদেশিক দূতের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।'
উল্লেখ্য, ২০১৩ সালের ১৭ নভেম্বর নির্দিষ্ট একটি দায়িত্ব পালনের জন্য তাদেরকে সাময়িকভাবে এই নিয়োগ দেয়া হয়েছিলো এবং সর্বশেষ এ বিজ্ঞপ্তির মাধ্যমে সেই নিয়োগ বাতিল করা হলো।
বিডি-প্রতিদিন/১৪ জানুয়ারি, ১৫/মাহবুব