মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে সংযুক্ত আরব আমিরাত গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটি।
শনিবার আরব আমিরাতের শারজায় সংগঠনের সভাপতি ক্যাপ্টেন আবু আহাদের সভাপতিত্বে শারজার একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক এস এ নিজামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আল মামুন সরকার, উপদেষ্টা জাকির হোসেন, সিনিয়র সহ সভাপতি সিআইপি আবুল কালাম প্রমুখ।
বক্তরা ভাষা শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, 'ভাষার জন্য আত্মত্যাগ করা বীর সন্তানদের জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে'। সভায় আরো বক্তব্য রাখেন নুর নুবী, লিটন, হানিফ, হাফেজ শফিকুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/০১ মার্চ, ২০১৫/মাহবুব