সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত ও চারজন আহত হয়েছেন।
নিহতের নাম শাহজাহান মজুমদার (৪২)। তার মৃত দেহ আবুধাবী শেখ খলিফা হাসপাতালে রাখা হয়েছে।
এসময় গুরুতর আহত হন তার স্ত্রী মাহমুদা আক্তার চৌধুরী(৩৫), দুই কন্যা লামিসা আক্তার (৬) ও লামিয়া আক্তার (৪)। আহতরা স্থানীয় আল রাহবা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের শ্যালক ছালেহ আহমদ জানান, বৃহস্পতিবার সাড়ে বারটার দিকে এক বন্ধুর বাসায় দাওয়াত খেয়ে ফেরার পথে আবুধাবীর রাহবা নামক স্থানে তারা দুর্ঘটনার শিকার হন। নিহতের বাড়ি কুমিল্লা চৌদ্দগ্রাম মান্দারীয়ায়। এলাকায় তিনি খোরশেদ আলম মজুমদার নামে পরিচিত।