স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ডেনমার্কের বাংলাদেশ দূতাবাসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জনাব শাকিল শাহরিয়ারের সভাপতিত্বে দূতাবাস কর্মকর্তা জনাব ফাহিম অনুষ্ঠানটির সঞ্চালনা করেন। অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
জনাব শাকিল শাহরিয়ার বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমাদের এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর কীর্তির কথা বলে শেষ করা যাবে না। অসীম সাহসী ও বাংলাদেশের প্রতি অকৃত্রিম ভালবাসা বঙ্গবন্ধুকে মহাকালের মহানায়কে পরিণত করেছে।
সভায় আরো বক্তব্য রাখেন মাহবুবুল হক, মোহাম্মদ আলী লিংকন মোল্লা, ডা. বিদ্যুত বড়ুয়া, মঞ্জুরুল লিমন, হুমায়ুন কবির রানা, মোহাম্মদ বোরহান কবির ও রেজাউল করিম।
বক্তারা স্বাধীন বংলাদেশের স্থপতি জাতির জনকের অন্যান্য হত্যাকারীদের দ্রুত বিদেশ থেকে দেশে ফিরিয়ে নিয়ে ফাসি কার্যকর করার তাগিদ দেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনাব ইকবাল মিঠু, জাহেদ চৌধুরী বাবু, আ ন ম খালেক, খোকন মজুমদার, সাব্বির আহমেদ মুন্সী, আমির জীবন, জামাল আহমেদ, হুমায়ুন কবির নিরু, সামি দাস, শফিকুল ইসলাম, রেজাউল হক, রনি প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৭ আগস্ট, ২০১৫/ এস আহমেদ