‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সঙ্গে জড়িতদের সমালোচনা যারা সহ্য করতে পারে না, তারা আসলে কোন আওয়ামী লীগ করেন সেটি ভাববার সময় এসেছে’ এ মন্তব্য করেন ম্যারিল্যান্ড অঙ্গরাজ্য আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম। জাতীয় শোক দিবস তথা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় ভার্জিনিয়ায় এক শোক সমাবেশে শেখ সেলিম বক্তব্যে এ কথা বলেন।
এর আগের দিন ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস ভবনের বঙ্গবন্ধু মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগ এবং যুবলীগ কর্মীরা মারপিটে লিপ্ত হয়েছিলেন শেখ সেলিমের একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে। শেখ সেলিম বলেছিলেন, ‘কয়েক মাস আগে পর্যন্ত যারা জামায়াত-বিএনপির কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে জড়িতদের যারা এই ওয়াশিংটন ডিসিতে অভ্যর্থনা জানিয়েছেন, তারাও এখন বঙ্গবন্ধুর দরদী সেজেছেন এবং এই অনুষ্ঠানেও বক্তব্য রেখেছেন।’
শেখ সেলিম আরও অভিযোগ করেন, ‘দিনে আওয়ামী লীগ এবং রাতে জামায়াত-শিবির-বিএনপির সঙ্গে দহরম-মহরম করেন, তারা এখন এই ওয়াশিংটন মেট্র এলাকায় আওয়ামী রাজনীতির কর্ণধারে পরিণত হয়েছেন। এমন বর্ণচোরাদের চিহ্নিত না করার খেসারত দিয়েছেন জাতির জনক নিজের জীবনের মধ্য দিয়ে।’ এ সভার বক্তারা জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে একযোগে কাজের সংকল্প ব্যক্ত করেন।
ম্যারিল্যান্ড এবং ভার্জিনিয়া অঙ্গরাজ্য আওয়ামী লীগের যৌথ উদ্যোগে স্প্রিফিল্ডে হলিডে ইন হোটেলের মিলনায়তনে এই শোক সমাবেশে সভাপতিত্ব করেন ভার্জিনিয়া অঙ্গরাজ্য আওয়ামী লীগের সভাপতি রফিক পারফেজ। বৃহত্তর ওয়াশিংটন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওসমান ফারুক মুন্সির সঞ্চালনে এ সমাবেশে আরো বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে ম্যারিল্যান্ড আওয়ামী লীগের উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ঢাকা জেলা আওয়ামী লীগের নেতা এডভোকেট আনিসুর রহমান মিঠু, আওয়ামী লীগ নেতা অমর ইসলাম, সাদেক খান, মেট্রো ওয়াশিংটন ছাত্রলীগ সভাপতি শাসুজ্জোহা ডন এবং সেক্রেটারি রফিক ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৭ আগস্ট, ২০১৫/ রশিদা