সার্ভার জটিলতা কাটিয়ে দুবাইয়ে ফের চালু হয়েছে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)'র কাজ। সার্ভিস চালুর বিষয়টি নিশ্চিত করেছেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মাসুদুর রহমান।
মাসুদুর রহমান জানান, ‘ঢাকা থেকে লোক এসে সার্ভার সমস্যার সমাধান করেছেন। এখন থেকে পুনরায় দুবাই কনস্যুলেটের অধীনে দুবাই ও উত্তর আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের ফিঙ্গার প্রিন্ট ও ছবি তোলার কাজ ছুটির দিন ছাড়া নিয়মিত সচল থাকবে।’
গত ২ আগস্ট থেকে প্রায় পনের দিন বন্ধ থাকার পর এই সার্ভিস চালু হয়েছে বলে জানান এমআরপি করতে আসা প্রবাসীরা। তারা বলেন, ‘আবুধাবী দূতাবাস ও দুবাই কনস্যুলেটে যেহেতু পাসপোর্টের কাজেই বেশি আসেন প্রবাসীরা। ভবিষ্যতে এ সেক্টরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অধিক নজরধারীর প্রয়োজন।’
উল্লেখ্য, প্রবাসে অবস্থানরত ও বিদেশে গমনেচ্ছু সকল বাংলাদেশি নাগরিকদের আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার বিধান অনুযায়ী চলতি বছরের ২৪ নভেম্বরের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্টের আওতাধীন হওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ আগস্ট, ২০১৫/ রশিদা