সৌদি আরবে গত মঙ্গলবার মীর লিয়াকত আলী (৬১) নামে এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তিনি ঢাকা জেলার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর বিএফ-০২৫৮৫২০।
ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে বলা হয়েছে, তাজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মাধ্যমে সৌদি আরব গিয়েছিলেন লিয়াকত।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর হজ হওয়ার কথা। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে এবার এক লাখ এক হাজার ৭৫৮ জন হজে যাবেন।
গত ১৬ অাগস্ট শুরু হওয়া হজ ফ্লাইট চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। আর ২৮ সেপ্টেম্বর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত চলবে ফিরতি ফ্লাইট।
সৌদির স্থানীয় সময় ১৯ অাগস্ট রাত ১১টা পর্যন্ত বাংলাদেশ থেকে ৩৬টি ফ্লাইটে ১৩ হাজার ৪৫৭ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন বলে বুলেটিনে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/২০ আগস্ট, ২০১৫/ এস আহমেদ