সৌদি আরবে হজে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৫ জনে।
রবিবার রাতে তারা মারা যান।
নিহতরা হলেন কুমিল্লার গাজী রহমান ও শেরপুরের কাজীমুদ্দিন।
মক্কা বাংলাদেশ হজ মিশন এ তথ্য নিশ্চিত করেছে।
গত ২০ আগস্ট সৌদি এয়ারলাইন্সের এসভি ৫৩২৩ ফ্লাইটে জেদ্দা যান গাজী রহমান। গত ১৯ আগস্ট হজে যান কাজীমুদ্দিন।
এর আগে হজে গিয়ে তিন বাংলাদেশি হজযাত্রী মারা যান।
বিডি-প্রতিদিন/২৪ আগস্ট, ২০১৫/ এস আহমেদ