বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও ঢাকা মহানগর কমিটির সভাপতি প্রখ্যাত প্রকৌশলী কাজী মোহাম্মদ শীশ বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে সন্তোষ প্রকাশ করলেও বিচার প্রক্রিয়ায় বিলম্ব এবং সরকারের দোদুল্যমানতায় উদ্বেগ প্রকাশ করেন।
প্রকৌশলী কাজী মোহাম্মদ শীশ গত ১২ অক্টোবর উদীচী ক্যানাডা শাখার সংগঠক, কর্মীবৃন্দ ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দের সঙ্গে এক সৌজন্য বৈঠকে মিলিত হন। বৈঠকের শুরুতে উদীচী ক্যানাডা শাখার সাধারণ সম্পাদক সৌমেন সাহা ও কর্মীবৃন্দ তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এবং শাখার সামগ্রিক কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন। এ উপলক্ষ্যে প্রকৌশলী কাজী মোহাম্মদ শীশ তার বক্তব্যে শাখার বর্তমান কার্যক্রম এবং বিস্তৃতিতে গভীর সন্তোষ প্রকাশ করেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উদীচীর আদর্শিক ও কার্যক্রমকে উর্দ্ধে তুলে ধরার আহ্বান জানান। তিনি উদীচীর গঠনতন্ত্র, ঘোষণাপত্র ও সাংগঠনিক শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি কেন্দ্র নির্দেশিত বিভিন্ন কর্মসূচি যথাযথভাবে পালনের আহ্বান জানান।
এ ছাড়াও তিনি বাংলাদেশে বর্তমান সাম্প্রদায়িক শক্তির উত্থান, সন্ত্রাসী কার্যক্রম ও সামাজিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে উদীচী ও অপরাপর প্রগতিশীল সংগঠনসমুহের কার্যক্রম জোরদার করা এবং পারস্পরিক ঐক্য বজায় রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
৩১শে অক্টোবর উদীচীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী :
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি গ্রহনের জন্য ক্যানাডা শাখার কর্মীবৃন্দ গত ১২ই অক্টোবর সোমবার এক পরিকল্পনা সভায় মিলিত হন। উল্লেখ্য, ক্যানাডা শাখার কর্মী ও সংগঠকবৃন্দ বিপুল উৎসাহ-উদ্দীপনা সহকারে জাকজমকপূর্ণভাবে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান আগামী ৩১শে অক্টোবর শনিবার বিকাল ৫.০০টায় ড্যানফোর্থে মিজান কমপ্লেক্স অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রবীন্দ্র ও নজরুল গবেষক লেখক ড. করুণাময় গোস্বামী। ক্যানাডা শাখার সমস্ত কর্মী, শিল্পী, সমর্থক ও শুভানুধ্যায়ীবৃন্দের প্রতি এই অনুষ্ঠানে যোগদান ও সফল করে তোলার জন্য আহ্বান জানানো হয়েছে। এই কর্মসূচির জন্য সকল প্রকার যোগাযোগ ও তথ্যের জন্য সংগঠনের সাধারণ সম্পাদক সৌমেন সাহার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১৭ অক্টোবর, ২০১৫/ রশিদা