আমিরাতের দুবাই ওয়ার্ল্ড সেন্টারে রবিবার স্থানীয় সময় দুপুর ১টা থেকে শুরু হয়েছে ৩৫ তম জিটেক্স প্রযুক্তি সপ্তাহ (GITEX TECHNOLOGY WEEK )। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নির্ধারিত সময়ের এ মেলা শেষ হবে আগামী ২২ অক্টোবর। বিশ্বের অসংখ্য আইটি কোম্পানি তাদের নতুন টেকনোলজি নিয়ে এই মেলায় অংশগ্রহণ করছে।
বাংলাদেশের আইটি সেক্টরকে বহির্বিশ্বে গ্রহণযোগ্য করে তোলার স্বপ্ন নিয়ে মেলায় বাংলাদেশ থেকে অংশগ্রহণ করতে ছুুটে এসেছে ৬টি কোম্পানি। কোম্পানিগুলো হলো: কোড নাইট সল্যুশন লিমিটেড, ফ্রি সফটওয়্যার, জেনুইটি সিস্টেমস লিমিটেড, মীর টেকনোলজিস লিমিটেড, রেভে সিস্টেমস লিমিটেড, সফট টেক লিমিটেড।
মেলায় বাংলাদেশের অংশগ্রহণ সম্পর্কে অবগত করার জন্য গতকাল বাংলাদেশ কনস্যুলেটে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জিটেক্সে অংশগ্রহণকারীরা বাংলাদেশের আইটি সেক্টরকে সমৃদ্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন। দুবাই ভিসা জটিলতার কারণে এই মেলায় বাংলাদেশ থেকে আরও অসংখ্য কোম্পানি অংশগ্রহণ করার ইচ্ছে থাকলেও তা করতে পারেননি বলে জানান মেলায় বাংলাদেশ থেকে আগত একটি কোম্পানির কর্ণধার মোহাম্মদ শাহেদ উল্লাহ।
দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মাসুদুর রহমান বলেন, বাংলাদেশের ১১৮টি বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াই লক্ষাধিক শিক্ষাথী রয়েছে। এসব মেধাদের কাজে লাগিয়ে আমাদের আইটি সেক্টরকে সমৃদ্ধ করতে হবে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের রুপায়নে সেক্টরটি আমাদের একমাত্র হাতিয়ার।
কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর ড. রফিক আহমেদ বলেন, গত কয়েক বছর ধরে দুবাই ট্রেড সেন্টারে অনুষ্ঠিত জিটেক্স মেলায় বাংলাদেশ অংশগ্রহণ করে যাচ্ছে। তথ্য প্রযুক্তিকে এগিয়ে নিতে এবং বাংলাদেশের অবস্থান সুসংহত করতে আমাদের এই মেলায় অংশগ্রহণ করা জরুরী। তিনি বলেন, ভিসা জটিলতার মধ্যেও আমরা ৬টি কোম্পানির মোট ১৩ জনের জন্য ভিসা ব্যবস্থা করতে পেরেছি। আশা করছি আমরা বাণিজ্যিকভাবে সফল হতে পারবো। আগামীতে আরও বড় আকারে যেন অংশগ্রহণ করতে পারি সেই ব্যাপারেও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/ ১৮ অক্টোবর,২০১৫/ রশিদা