বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী দেড় কোটি প্রবাসীর প্রতিদিন প্রয়োজন হয় এমন গুরুত্বপূর্ণ অনেক তথ্য এবং সংবাদ নিয়ে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল প্রবাস নিউজ ডটকম। গত সোমবার নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে এই সাইটের উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন।
জ্যাকসন হাইটের হাটবাজার পার্টি হলে আয়োজিত এ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিদের সামনে এই ওয়েব সাইটটি প্রতিষ্ঠা এবং প্রকাশের উদ্দেশ্য বর্ণনা করেন প্রবাস নিউজ ডট কমের সম্পাদক শামীম আহমেদ। এ সময় মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য দেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি এবং নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক পরিচয়ের সম্পাদক নাজমুল আহসান এবং বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার। পরে এ অনুষ্ঠানে যোগ দেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান।
এটিএন বাংলার জ্যৈষ্ঠ সংবাদ উপস্থাপক দিমা নেফারতিতির প্রাণবন্ত সঞ্চালনায় প্রবাস নিউজ ডটকমের শুভ সূচনায় অনুভূতি প্রকাশ করেন, সাপ্তাহিক ঠিকানার সম্পাদক লাবলু আনসার, সাপ্তাহিক এখন সময়ের সম্পাদক এবং আরটিভির আবাসিক পরিচালক কাজী শামসুল হক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক মনোয়ারুল ইসলাম, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দর্পণ কবীর, সোনালি এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান, মুক্তধারা ইউএসএর কর্নধার বিশ্বজিৎ সাহা, আইনজীবী এন মজুমদার, জামালপুর সমিতির সভাপতি অ্যাডভোকেট মোর্শেদা জামান প্রমুখ।
অনুষ্ঠানে নিউইয়র্ক থেকে প্রকাশিত বেশ কয়েকটি পত্রিকার সম্পাদক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মী, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সমাজকর্মী, সংস্কৃতিসেবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত থেকে প্রবাস নিউজ ডটকমের সাফল্য কামনা করেন।
বিডি-প্রতিদিন/ ২২ অক্টোবর, ২০১৫/ রশিদা