টানা দুই বছরের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বাংলাদেশি অধ্যুষিত ডেট্টয়েট-হ্যামট্রামিক শহরের কনান্ট এভিনিউয়ে অবস্থিত বাণিজ্যিক এলাকাকে ‘বাংলা টাউন’ হিসেবে ঘোষণা করলো রাজ্য প্রশাসন। আগামী ৬ নভেম্বর শুক্রবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে স্টেট গভর্নর রিক স্নাইডার বাংলা টাউনের সাইন লাগাবেন। গত ৭ বছর আগে এই এলাকারই একটি রাস্তার নামকরণ করা হয় ’বাংলাদেশ এভিনিউ।’
‘বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটি’র উদ্যোগে এ চেষ্টা চালানো হয়। পাবলিক অ্যাফেয়ার্স কমিটির প্রেসিডেন্ট ড. সফিউল হাসান ও সাধারণ সম্পাদক সৈয়দ শাহেদুল হক জানিয়েছেন, গভর্নরের অফিস থেকে উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর রিক স্নাইডারের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। তারা উল্লেখ করেন, বাংলা টাউন ঘোষণার মধ্য দিয়ে এ অঞ্চলে বসবাসরত প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটলো।
পাবলিক অ্যাফেয়ার্স কমিটির ভাইস প্রেসিডেন্ট ও ডেট্টয়েট সিটির পদস্থ কর্মকর্তা বিশিষ্ট অ্যাকাউনট্যান্ট কামাল রহমান সর্বস্তরের বাংলাদেশি-আমেরিকানদের বিশেষ করে ব্যবসায়ীদেরকে বাংলা টাউনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/০৪ নভেম্বর, ২০১৫/মাহবুব