বিএনপির ভাইস প্রেসিডেন্ট, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসে খোকা বলেছেন, ‘৭ নভেম্বরের চেতনায় শেখ হাসিনার স্বৈরসরকারের পতন ঘটাতে হবে এবং এর মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন করতে হবে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার সম্মিলিত বিপ্লবে যেভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্র নস্যাৎ করা হয়েছিল, সেই বিপ্লব ও ঐক্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আজ জাতিকে গণতন্ত্রের নামাবলী জড়িয়ে অবৈধভাবে ক্ষমতায় আসীন বাংলাদেশের ইতিহাসের জঘন্যতম নিপীড়ক হাসিনা ও তার দোসরকে ক্ষমতা থেকে উৎখাত করে সত্যিকার অর্থে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।’
খোকা বলেন, ‘আজ বহুদলীয় গণতন্ত্রের নামে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে যে সরকার দেশে রয়েছে তারা অবৈধভাবে দেশ শাসন করছে। তাদেরকে হটিয়ে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়েই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে।’
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত ৭ নভেম্বর শনিবার রাতে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট-লডারডেলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাদেক হোসেন খোকা এসব কথা বলেন।
আলোচনা সভায় বিপুলসংখ্যক বিএনপি নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। ফ্লোরিডা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ফ্লোরিডা বিএনপির সভাপতি মোহাম্মদ দিনাজ খান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল হুদা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিলস্নুর রহমান জিল্লু ও সাবেক সহ-সভাপতি আবদুর রশিদ খান হারুন, ফ্লোরিডা শাখা জাসাস-এর সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্লোরিডায় আরও দুটি সমাবেশ হয়। এর একটির আয়োজন করে দক্ষিণ ফ্লোরিডা বিএনপি এবং আরেকটি অনুষ্ঠিত হয় ফ্লোরিডা বিএনপির ব্যানারে। সাউথ ফ্লোরিডা বিএনপির সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট। এতে সভাপতিত্ব করেন ইলিয়াস খান এবং আলোচনায় আরো অংশ নেন যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী, হোস্ট সংগঠনের সাধারণ সম্পাদক মো. মহসিন প্রমুখ।
অপর সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন এমরানুল হক চাকলাদার। অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক কাজী আজম, বিএনপি নেতা জাহিদ সরদার সাদী, হোস্ট সংগঠনের সেক্রেটারি আরিফ আহমেদ আশরাফ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ০৯ নভেম্বর, ২০১৫/ রশিদা