নিউইয়র্কে চলছে প্রবাসী শিল্পী রাগীব আহসানের একক চিত্র প্রদর্শনী। স্থানীয় ‘নিউ ইয়র্ক আর্ট কানেকশন’ গ্যালারিতে শুরু হয়েছে এই প্রদর্শনী। এতে শিল্পীর এক্রিলিক মিডিয়া ক্যানভাসে আঁঁকা ৩২টি শিল্পকর্ম স্থান পেয়েছে। বিভিন্ন মাপের ছবিগুলোতে বাংলাদেশের সব ঋতুকে তুলে ধরার চেষ্টা করেছেন রাগীব। গত ৭ নভেম্বর শুরু হওয়া এই প্রদর্শনী চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।
প্রদর্শনীর উদ্বোধন করেন নিউইয়র্কের বাংলাদেশ কনসাল জেনারেল শামীম আহসান। উদ্বোধনী শেষে তিনি প্রদর্শনী ঘুরে দেখেন এবং নিজ কার্যালয়ের জন্য একটি ছবি সংগ্রহ করেন। একই সঙ্গে শিল্পীর আঁঁকা সব ছবির প্রশংসা করেন এই কর্মকর্তা। প্রদশর্নীতে আমেরিকান চিত্রশিল্পীরা ছাড়াও দেশী-বিদেশী দর্শনার্থীরা ভীড় জমাচ্ছেন। সংশ্লিষ্টরা প্রবাসী শিল্পদের এমন প্রদর্শনীর আয়োজন গ্যালারির প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক মানের শিল্পী খুরশীদ আলম সেলিমকে ধন্যবাদ জানান।
বিডি-প্রতিদিন/ ১০ নভেম্বর, ২০১৫/ রশিদা