জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক দুটি স্থানে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে বাহরাইনস্থ বিএনপি। গত শুক্রবার স্থানীয় সময় রাত ৯টায় মানামা ডেলমন ইন্টার ন্যাশনাল হোটেলে একাংশ ও অরিয়েন্টাল প্যালেস হোটেলে অপর অংশের উক্ত সভা অনুষ্ঠিত হয়।
একাংশের বাহরাইন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও মধ্যপ্রাচ্য বিএনপির যুগ্ন আহবায়ক শেখ মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দলের প্রধান পৃষ্ঠপোষক ফয়সাল মাহমুদ চৌধুরী। শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোহেল সিরাজুল ইসলাম পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কুলের পরিচালক ও বিএনপির পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, দলের সিনিয়র সহ-সভাপতি ও ব্যবসায়ী সাবের আহম্মদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমিন।
সভায় বক্তব্য রাখেন রফিকুল ইসলাম আকন, হুমায়ুন কবির, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শাহ আলম খান তপু, এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মিলন চৌধুরী, রাসেল আহম্মদ ও বদিউজ্জামানসহ বিএনপির বিভিন্ন শাখার অঙ্গ সংগঠনের সহশ্রাধীক কর্মী সমর্থক ও নেতৃবৃন্দ।
অপরদিকে, অন্যাংশের সভাপতি প্রকৌশলী জাহাঙ্গীর তরফদারের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সেলিম হোসেনের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন বাহরাইনস্থ বিএনপির এ অংশের প্রধান উপদেষ্টা মো. আবুল বাশার। এছাড়া, বিশেষ অতিথি ছিলেন দলের সহ সভাপতি হারুন অর রশিদ, প্রকৌশলী আব্দুল আজিজ, আব্দুল গনি, অর্থ সম্পাদক প্রকৌশলী জিল্লুর রহমান। বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের সভাপতি সামছুজ্জামান রাজু, সাধারণ সম্পাদক শাহেদ শারফিন, সাইবার দল সভাপতি জায়েদুল ইসলাম জগলুল, তরুণ দল সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন বাচ্ছু।
এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন সৈয়দ আহম্মদ সানী, আলা উদ্দিন, মোখলেছুর রহমান, আলমগীর হোসেন, ওমর ফারুখ সহ দলের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বর্তমান সরকারের সমালোচনা করে তাদের কর্মকাণ্ড ও বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। তারা ক্ষমতাসীনদের অবৈধ, জালিম ও দুঃশাসক আখ্যা দিয়ে আরও একটা বিপ্লবের মাধ্যমে তাদের হাত থেকে দেশকে রক্ষার আহবান জানান। সব শেষে বিশেষ দোয়া ও নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।
বিডি-প্রতিদিন/১০ নভেম্বর, ২০১৫/মাহবুব