সংযুক্ত আরব আমিরাতের আজমান বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মরহুম মোহাম্মদ নাছিরের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার রাতে স্থানীয় ওয়ালিমা রেস্টুরেন্টে আজমান বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক আয়োজিত শোকসভায় পরিষদের সভাপতি ইসমাঈল গনী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুবাই বিজনেস কাউন্সিলের সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দ আহাদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ আলী, রাস আল খাইমাহ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি পেয়ার মোহাম্মদ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ রাস আল খাইমাহ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন ভূঁইয়া, সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম।
শোকসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাস আল খাইমা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর চৌধুরী, চকরিয়ার সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মুসা, মীর আহাম্মদ, মোহাম্মদ আনসারুল হক প্রমুখ।
বক্তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শেষে মরহুমের আত্মার শান্তির জন্যে দোয়া ও মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৫/ রশিদা