দিন যত ঘনিয়ে আসছে সাধারণ ক্ষমার কার্য সম্পাদনের ব্যস্ততা ততই বাড়ছে। ব্যস্ত সময় পার করছে বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্টরা। রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমানের অধীনে বিদ্যমান কাজগুলোর মধ্যে অবৈধদের জন্য বাহরাইন সরকার ঘোষিত সাধারণ ক্ষমার কার্য সম্পাদন, বিজয়ের বিভিন্ন কর্মসূচির আয়োজন, বিজয় মেলা উদযাপন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মকর্তা ও নেতৃবৃন্দের সফরে সহায়তা প্রদান, এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) দ্রুত সকলের কাছে পৌঁছে দেয়া ও অল্প সময়ের মধ্যে মৃতদেহ দেশে প্রেরণ, আউট পাস সার্টিফিকেট প্রদান, অবৈধদের নির্ধারিত সময়ে বৈধকরণে জরুরি হাতে লেখা পাসপোর্ট ব্যবস্থা ও আপডেট করা, আটককৃত শ্রমিকদের দেখাশোনা ও খোঁজখবর রাখা, তাদের মুক্তির প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ, বাংলাদেশ স্কুলের আসন্ন এসএসসি পরীক্ষা পরিচালনার পূর্ব প্রস্তুতি। আবার মাঝে মাঝে বাহরাইন সরকারের কর্মকর্তা ও নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে বৈঠক করা, নানা সভা সমাবেশ ও অনুষ্ঠানে যোগ দেয়া, এত সবের মাঝে রয়েছে আরও একটি বড় কাজ ভিসার কাগজপত্র সত্যায়ন ও প্রদান, নিয়োগ কর্তাদের সাথে শ্রমিকদের নানা জটিলতা নিরসনে প্রয়োজনীয় সেবা প্রদান, একসঙ্গে অল্প সময়ে এত কাজ সম্পন্ন করা কঠিন হয়ে পড়েছে রাষ্ট্রদূতসহ দূতাবাসের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে। তবু অসৌজন্যমূলক আচরণ আর ভোগান্তির মত দু'একটি অভিযোগের মাঝেও চালিয়ে যাচ্ছে সকল কাজ।
সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রদূত মেজর জেনারেল কেএম মমিনুর রহমান বলেন, শ্রমিকদের কল্যাণে সরকারি ছুটির দিনেও বাংলাদেশ দূতাবাস খোলা রেখে ২৪ ঘণ্টা সেবা প্রদানের সিদ্ধান্ত নিতে পারি।
বিডি-প্রতিদিন/ ০৫ ডিসেম্বর, ২০১৫/ রশিদা