নিউইয়র্ক সিটির কুইন্সে বাংলাদেশিদের পরিচালিত সর্ববৃহৎ মসজিদ ‘জ্যামাইকা মুসলিম সেন্টার’-এ এসে সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো সকলকে অভয় দিয়ে জানিয়েছেন, প্যারিস ও ক্যালিফোর্নিয়ায় সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে নিউইয়র্কে ধর্মীয় বিদ্বেষমূলক হামলার কোন আশংকা নেই। কারণ নিউইয়র্ক সিটিতে ধর্মীয় সম্প্রীতির সুমহান ঐতিহ্য রয়েছে। সকল ধর্ম-বর্ণ-জাতিগোষ্ঠীর মানুষের অপূর্ব এক মিলনকেন্দ্র হিসেবে নিউইয়র্ক সিটির সুনাম কখনো ক্ষুণ্ন হতে দেয়া হবে না।
প্যারিসে সন্ত্রাসী হামলার উত্তাপের মধ্যেই ক্যালিফোর্নিয়ায় সান বার্নার্ডিনো শহরে এক মুসলিম দম্পতি কর্তৃক নির্বিচারে গুলি চালিয়ে ১৪জনকে হত্যা এবং ২১ ব্যক্তিকে আহত করার পরিপ্রেক্ষিতে মুসলিম আমেরিকানদের ওপর বিদ্বেষমূলক হামলার আশংকা দূর করার অভিপ্রায়ে নিউইয়র্ক সিটির মেয়র, পুলিশ কমিশনারসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা মুসলিম অধ্যুষিত এলাকা ঘুরে দেখেছেন। এ কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার সন্ধ্যায় সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো জ্যামাইকা মুসলিম সেন্টারে আসেন। সমবেত মুসল্লী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের উদ্দেশ্যে মেয়র বলেন, ‘নিউইয়র্ক সিটির এই কুৃইন্স বরো হচ্ছে সবচে' বেশি ভাষা-বর্ণ-ধর্ম আর জাতিগোষ্ঠীর প্রাণকেন্দ্র। এছাড়া নিউইয়র্ক সিটিকে বিশ্বের সেরা সিটিতে পরিণত করেছেন অভিবাসীরাই। তাই এই সিটির ধর্ম বিশ্বাসীদের ওপর কোন ধরনের হামলার অবকাশ নেই। এখানে সকল ধর্মের মানুষের সম-অধিকার সুসংহত রয়েছে এবং তা অব্যাহত রাখতে প্রশাসন সবসময় সজাগ।’
ডেমক্র্যাটিক পার্টির এই মেয়র আরও বলেন, ‘গুটিকতক মানুষের কুকর্মের দায় কখনোই ওই ধর্মের শান্তিপ্রিয় মানুষদের ওপর বর্তানো চলবে না। তবে এ ধরনের বর্বরতার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন ধরনের অপতৎপরতা দেখামাত্র তা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে। এটি সকলের দায়িত্ব। কারণ ধর্মকে ঢাল হিসেবে যারা ব্যবহার করছে তাদের সন্ত্রাসের শিকার হচ্ছে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সহজ-সরল মানুষেরাই।’
সিটি মেয়র ব্লাসিয়ো বলেন, ‘বাংলাদেশি-আমেরিকানদের যে কোন প্রয়োজনে সিটি পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা চাইলেই প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন।’
মেয়রকে মসজিদে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জ্যামাইকা মুসলিম সেন্টারের সভাপতি ডা. ওয়াহিদুর রহমান এবং সেক্রেটারি আকতার হোসেন। তারা বাংলাদেশিদের ব্যাপারে সিটি প্রশাসনের দৃষ্টিভঙ্গিগত উদারতার প্রশংসা করেন এবং বর্তমান পরিস্থিতির আলোকে কম্যুনিটির মধ্যে সৃষ্ট ভীতিকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/ ০৫ ডিসেম্বর, ২০১৫/ রশিদা