ক্যালিফোর্নিয়ার সানবার্নার্ডিনোতে নির্বিচার গুলিবর্ষণে ১৪ জনকে হত্যা, প্যারিসে সন্ত্রাসী হামলায় ১৩০ নিহত এবং বাংলাদেশে ব্লগার ও বিদেশি হত্যাকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করলেন নিউইয়র্ক প্রবাসীরা। এহেন অপকর্মে লিপ্তদের বিরুদ্ধে দুর্বার ঐক্য ও প্রতিরোধ রচনার জন্যে সকল প্রবাসীকে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে ৬ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় 'বাংলাদেশী-আমেরিকান' শীর্ষক ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
হামলায় জড়িত ও মদদদাতাদের প্রতি ঘৃণা প্রদর্শন ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এসব হামলায় হতাহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে প্রজ্জ্বলিত মোমবাতি হাতে সকলে মানববন্ধনে অংশ নেন এবং ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে যারা সন্ত্রাস চালাচ্ছে তাদেরকে মানবতার শত্রু হিসেবে অভিহিত করা হয়। এ কর্মসূচিতে কম্যুনিটির সর্বস্তরে প্রতিনিধিত্বকারিরা অংশ নেন। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সৈয়দ মুহম্মদ উল্লাহ, শিতাংশু গুহ, শরিফ সাহাবুদ্দিন, মুজাহিদ আনসারী, সুব্রত বিশ্বাস, রাজিব আহসান প্রমুখ।
কর্মসূচিতে মসজিদে খুৎবার সময় এহেন সন্ত্রাসে লিপ্তদের শক্ত হাতে প্রতিরোধের ডাক দিতে সকল মসজিদের ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটির প্রতি উদাত্ত আহবান জানানো হয়। ইসলাম কখনোই এ ধরনের সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম-এসব দৃঢ়ভাবে উচ্চারণ করা উচিত মুসলমানদের প্রতিটি সভা-সমিতিতে।
ক্যালিফোর্নিয়া এবং প্যারিসে সন্ত্রাসী হামলার নিন্দা ও হামলাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিউইয়র্কে প্রবাসীদের মানববন্ধন। ছবি-এনআরবি নিউজ।
বিডি-প্রতিদিন/০৭ ডিসেম্বর ২০১৫/এস আহমেদ