"আমি রূপবতী ছিলাম, এখনও আছি। নিজেকে রূপবতী হিসেবে জাহির করার ইচ্ছে নেই। আমার ক্ষোভটা সেই জায়গায় কেন তারা ছবি ফটোশপ করে প্রকাশ করছে।" মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে এভাবেই নিজের ক্ষোভের কথা জানালেন তসলিমা নাসরিন।
সম্প্রতি ভারতের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম 'দ্য হিন্দু' তসলিমার একটি সাক্ষাৎকার ছাপায়। যেখানে তার একটি ছবিও প্রকাশ করা হয়। এতে অনেকটাই চিন্তিত ও কৃষ্ণ ত্বকের অবয়বে দেখা যায় তাকে।
ছবিটি ফটোশপ করে প্রকাশ হয়েছে দাবি করে তসলিমা বলেন, "এ ধরনের ফটোশপের ছবি প্রকাশ করা ঠিক হয়নি তাদের। আমি যদি দেখতে ছবির মতো হতাম তাহলে আমার কোনো ক্ষোভ থাকতো না। কিন্তু যে ছবিটির ব্যবহার হয়েছে তাতো আমার নয়, তা ফটোশপে করা।" তিনি আরও বলেন, "এতো ভালো ছবি থাকতে কেন যে তারা এগুলো করে তা মাথায় আসে না। এর মাধ্যমে তাদের 'ফেনাটিক' অবস্থা প্রকাশ পেয়েছে। 'দ্য হিন্দু'র মতো একটি পত্রিকার কাছে এমন কাজ আশা করা যায় না।"
বিডি-প্রতিদিন/ ১৫ ডিসেম্বর, ২০১৫/ রশিদা