জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' ইতালির মিলানের কেন্দ্রীয় গণগ্রন্থাগারে স্থান পাচ্ছে। লাইব্রেরিটির কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। খবর বিডি নিউজের।
৪৪তম মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মিলানে বাংলাদেশের কনসাল জেনারেল রেজিনা আহমেদ বইটির পাঁচটি কপি উপস্থাপনের পর তারা এ সিদ্ধান্ত নেন। গ্রন্থাগারের পরিচালক স্তেফানো পারি জে এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান আলদো পি রো লা বইয়ের কপিগুলো গ্রহণ করেন।
বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৭ থেকে ১৯৬৯ পর্যন্ত কারাগারে বন্দি থাকাকালে আত্মজীবনী লেখা শুরু করেন। কিন্তু তিনি তা শেষ করে যেতে পারেননি।
চারটি খাতায় তার লেখা সেই পাণ্ডুলিপি 'অসমাপ্ত আত্মজীবনী' [ ইংরেজিতে 'দি আনফিনিশড মেমোরিজ] নামে ২০১২ সালের ১৮ জুন প্রকাশিত হয়। জাপানি ভাষাও বইটির একটি সংস্করণ প্রকাশিত হয়েছে। এছাড়া স্পেনও দেশটির ভাষায় বইটি অনুবাদের আগ্রহ ব্যক্ত করেছে।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৫/শরীফ