সংযুক্ত আরব আমিরাতের শারজায় গতকাল বাংলাদেশ সময় রাত ১২টা ১ মিনিটে ১৬ ফুট লম্বা, ৪৫ পাউন্ড ওজনের কেক কেটে বিজয় দিবস উদযাপন করেছেন প্রবাসীরা। বাংলা হ্যারিটেজের আয়োজনে, এন আর বি কেয়ার এবং এন্টিভাইরাস টিমের সার্বিক সহযোগিতায় শারজাহ হুদাবিয়া গ্রিন পার্কে বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে মিলিত হন প্রবাসীরা।
শুরুতে আল কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নিছার আলী। এরপর প্রবাসী সঙ্গীত শিল্পীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে উপস্থিত সবাই পরিবেশন করেন বাংলাদেশের জাতীয় সংগীত। জাতীয় সংগীত পরিবেশনে নেতৃত্ব দেন প্রবাসী শিল্পী কায়ছার হামিদ, পাবেল আব্দুল্লাহ ও শেখ তাওহিদ। এছাড়াও কবিতা আবৃত্তি করেন প্রবাসী লেখক আব্দুল্লাহ আল শাহীন।
পরে বাংলাদেশের সঙ্গে মিল রেখে ১২টা ১ মিনিটে দীর্ঘ কেক কেটে বিজয় উদযাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ, সোশ্যাল ক্লাব দুবাইয়ের সভাপতি নওশের আলী, কমিউনিটি নেতা আইয়ুব আলী বাবুল, মোস্তফা মাহমুদ, এটিএম জাহিদ চৌধুরী, ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, বদরুল চৌধুরী, বাংলা হেরিটেজ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এম এ মান্নান, সেক্রেটারি রফিকুল্লাহ গাজালিসহ আমিরাতের যুব ও সামাজিক সংগঠন এন্টিভাইরাস এবং দেশী বয়েজের নেতারা।
বিডি-প্রতিদিন/ ১৬ ডিসেম্বর, ২০১৫/ রশিদা