বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবেও বাংলাদেশের ন্যায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হলো মহান বিজয় দিবস। দিনটি উপলক্ষ্যে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস, জেদ্দা কনস্যুলেট, বাংলাদেশ স্কুল এবং বিভিন্ন সংগঠন আলাদা আলাদা কর্মসূচি পালন করেছে।
বুধবার সকালে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন কনসাল জেনারেল একেএম শহীদুল করিম।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর দেয়া বাণী পাঠ করে শুনানো হয়। সন্ধ্যায় কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের।
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর, ২০১৫/ রশিদা