নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে বাহরাইনে পালিত হলো বিজয় দিবস। বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বুধবার স্থানীয় মানামা দূতাবাস প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্বদেশী জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান।
শহীদদের শ্রদ্ধায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অভিবাসী ও বিজয় দিবসের পৃথক পৃথক বাণীগুলো সকলের নিকট তুলে ধরেন বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক সচিব (মিনিস্টার) মেহেদী হাছান, লেবার কাউন্সেলর (শ্রম সচিব) মহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন দূতাবাস ও লিন্নাস গ্রুফের সকল কর্মকর্তা কর্মচারীরা। এ ছাড়া বাহরাইনস্থ বাংলাদেশ সমাজ, সোসাইটি, বাংলাদেশ আওয়ামীলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র অঙ্গ সংগঠন ও সকল পেশা শ্রেণীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত সকল প্রবাসী বাঙ্গালীদের বিজয়ের শূভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর, ২০১৫/ রশিদা