ব্রিটেনে বসবাসরত সিলেটদের নিয়ে ইতিবাচক কথা বলতে গিয়ে সমালোচনার মুখে পড়লেন কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী। সিলেট কমিউনিটি 'লাঙ্গল টু লন্ডন' হলেও এরাই ব্রিটেনে বাংলা সংস্কৃতির ধারক বাহক এই মন্তব্যে লন্ডনে বাংলা কমিউিনিটিতে তোলপাড় সৃষ্টি হয়েছে।
গত দুইদিন ধরে বিষয়টি নিয়ে বাংলা কমিউনিটিতে তুলকালাম চলছে। প্রবাসীদের ফেসবুকে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। বিখ্যাত এই কলামিস্টের ৮২ তম জন্মদিন উপলক্ষ্যে গত ১২ ডিসেম্বর রাতে চ্যানেল আই ইউরোপে তাকে নিয়ে আয়োজিত জন্ম দিনের লাইভ অনুষ্ঠান আয়োজন করে। প্রায় আড়াই ঘন্টা ব্যাপী লাইভ সেই অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামী লীগসহ প্রগতিশীল রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক উপস্থিত ছিলেন। চ্যানেল আই ইউরোপের জনপ্রিয় অনুষ্ঠান স্টেইট ডায়লগের উপস্থাপক, চ্যানেল আই ইউরোপের এমডি, সাংবাদিক রেজা আহমেদ চৌধুরী শোয়েবের উপস্থাপনায় সেই জন্মদিন অনুষ্ঠানে আব্দুল গাফফার চৌধুরী তার বক্তব্যে সিলেট কমিউনিটি, সাবেক মেয়র লুতফুর রহমানসহ কমিউনিটির কয়েকজনের রাজনৈতিক অবস্থানের কথা বলেন।
আব্দুল গাফফার চৌধুরী বলেন, সিলেট কমিউনিটি লাংগল টু লন্ডন হলেও এরাই প্রকৃত বাংলা সংস্কৃতির ধারক বাহক। এই অশিক্ষিত অর্ধশিক্ষিতরা ব্রিটেনে অনেক কিছু করেছে। তিনি জনপ্রিয় টিভি চ্যানেল এস এর মালিককে অর্ধশিক্ষিত বলেও মন্তব্য করেন। সাবেক মেয়র লুতফুর রহমান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, লতিফুর রহমান যখন লুতফুর না লতিফুর রহমান, লুতফুর রহমান যখন এখানে মেয়র এবং দৃশ্যতঃ সে টাওয়ার হ্যামলেটসকে একটা ইসলামিক রিপাবলিক তৈরী করে রেখেছে। লুতফুর রহমানের অবস্থান বাঙ্গালি সমাজের জন্য ক্ষতিকর। সে তিনটি ট্রাম কার্ড ইউজ করেছে, একটা হলো সিলেটি, একটা বাঙ্গালি, একটা ইসলাম। তিনটি ট্রাম কার্ড এক সাথে পলিটিক্সে ব্যবহারের নজির খুবই কম। যাক, তার পতন হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৯ ডিসেম্বর ১৫/ সালাহ উদ্দীন