প্রতিবারের মত সূদূর বাহরাইনে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উদযাপন করা হয়েছে ২ দিনের বিজয় আনন্দ মেলা। বাংলাদেশ দূতাবাস, স্কুল ও সোসাইটির যৌথ উদ্যোগে গত ১৭ ডিসেম্বর স্থানীয় আ-লি নামক স্থানে স্কুলের নিজস্ব ভূমিতে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের মিনিস্টার(প্রশাসনিক সচিব )মেহেদী হাছান,লেবার কাউন্সেলর(শ্রম সচিব)মহিদুল ইসলাম,সোসাইটির সভাপতি মো. সাঈদ, সমাজের সভাপতি ফজলুল করিম বাবলু, লিন্নাস গ্রুফের চেয়ারম্যান জয়নুল আবেদীন, ব্যবস্থাপনা পরিচালক মোবারক হোসেন, স্কুল পরিচালনা পরিষদের সদস্য হামেদ কাজী হাছান। আরও উপস্থিত ছিলেন স্কুল ও কমিউনিটির সকল কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ।
সহস্রাধিক কর্মব্যস্ত প্রবাসী নারী পুরুষের পদচারণায় কানায় কানায় ভরে যায় মেলা প্রাঙ্গন। নানা উৎসবে মুখরিত হয়ে উঠে সেখানকার আকাশ বাতাস, এই যেন নিজ দেশের কোন আনন্দের সন্ধান। মেলায় সোসাইটি ও দূতাবাসের চড়ুই ভাতির পিঠাপুলি, বাংলাদেশ স্কুল, বাহরাইন ফিনান্স কোম্পানী(বি,এফ, সি) তালিমুল কোরআন, বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, লিল্লাস গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের ১০৯টি স্টল স্থান পায়। মেলার বিশেষ আকর্ষন ছিল হাতের তৈরী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শীতের পিঠাপুলি।
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৫/মাহবুব