যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে নিউইয়র্কের ব্রুকলিনে এক ভিন্নমাত্রায় ও আঙ্গিকে আনন্দঘন পরিবেশে বাংলাদেশের ৪৪তম বিজয় দিবস উদযাপন করা হয়। সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের উপস্থিতিতে এবং নিউইয়র্ক স্ট্রেট ও সিটি আওয়ামী লীগের নেতৃবৃন্দের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং যৌথভাবে পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ ও আব্দুর রহিম বাদশাহ।
কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবুল কাশেম, গীতা পাঠ করেন সবিতা দাস এবং সকল শহীদানের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে আলোচনা সভা শুরু করেন সর্বমোট ৫৮ জন বক্তা তাদের স্মৃতিচারণমূলক বক্তব্য দেন এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাম্প্রতিক ঘটনাবলীর ওপর আলোকপাত করে বক্তব্য দেন।
বিডি-প্রতিদিন/ ২০ ডিসেম্বর, ২০১৫/ রশিদা