প্রবাসীরা বিদেশে এসে অনেক কষ্ট করে টাকা উপার্জন করে আর সেই টাকা থেকে আমরা দূতাবাসের কমর্কর্তা-কর্মচারীরা বেতন পাই। তাই আমাদেরকে সবার আগে প্রবাসীদের দুঃখ-কষ্টগুলো বুঝতে হবে। আমার সাথে দেখা করতে কোন এসাইনমেন্ট লাগে না। আমার দরজা প্রবাসীদের জন্য সব সময় খোলা থাকে।
বাংলাদেশিরা যাতে অল্প টাকায় সৌদি আরব আসতে পারে সেজন্য সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে খুব শিগগিরই একটা ব্যবস্থা হবে বলে আশা করছি।
রবিবার রিয়াদ দূতাবাসের শ্রম উইং আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী দিবসের আলোচনায় এসব কথা বলে সৌদি আরব নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। দিবসটি উপলক্ষ্যে সপ্তাহব্যাপি বিভিন্ন কর্মসূচির অংশ হিসাবে আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসুচীর উদ্বোধন করেন রাষ্ট্রদূত। ফাহাদ মেডিক্যাল সিটির ব্যবস্থাপনায় ৫ দিন চলবে এই রক্তদান কর্মসূচি। এর আগে রিয়াদের দুটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত হয় রচনা এবং চিত্রাংকন প্রতিযোগিতা।
শ্রম কাউন্সিলর সারওয়ার আলম, প্রথম সচিব মিজানুর রহমানসহ দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসীরা এসময় উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২১ ডিসেম্বর, ২০১৫/ রশিদা