একাত্তরের গণহত্যা আস্বীকার করার প্রতিবাদে ডেনমার্কের পাকিস্থান দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা। সোমবার দুপুরে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা লিংকন। বিক্ষোভ সমাবেশ পরিচালনা করেন ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়া। মুঠোফোনে বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক জনাব এম এ গনি।
বক্তারা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নির্বাচারে গণহত্যার জন্য পাকিস্তান সরকারকে ক্ষমা চাইতে হবে। একইসঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত পাকিস্তানিদের বিচারের আওতায় আনতে হবে।
সমাবেশ শেষে পাকিস্থানি রাষ্ট্রদূত মাশরুর আহমেদ যুনিজুকে স্মারক লিপি প্রদান করা হয়। এতে আরও বক্তব্য রাখেন তাইফুর রহমান ভুইয়া, আ ন ম আরিফ খালেক, ইকবাল হোসেন মিঠু, জামাল আহমেদ, সাব্বির আহমেদ, সামি দাশ, মানজুর আহমেদ লিমন, মোতালেব ভুইয়া, হিল্লোল বড়ুয়া, ফাহমিদ আল মাহিদ, আমির হোসেন, মোহাম্মদ রেজাউল করিম।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন যুবলীগ ডেনমার্ক ভারপ্রাপ্ত সভাপতি জামিল আখতার কামরুল ও সাধারণ সম্পাদক আমির জীবন এবং ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির নিরু। আরও উপস্থিত ছিলেন বোরহান উদ্দিন, মোহাম্মদ ইউসুফ হিল্লোল বড়ুয়া, আমির হোসেন, আবু সাইদ রবিন, রেজাউল হক, কাউসার আহমেদ সুমন, রেজাউল করিম, বেলাল হোসেন রুমি, তায়মুল শোয়েব, হুমায়ুন কবির রানা, শাহ আলম, সেতু আহমেদ, কবির আহমেদ, শাহজালাল পিন্টু, খাদিজা খাতুন মিনি, কোহিনুর আখতার মুকুল, ডা. অমিত কুমার রায়, শামসুল আলম চৌধুরী, সাফিউল সাফী, আব্দুল্লাহ আল জাহিদ, আবু আশরাফ মোহাম্মদ সাইফুল্লাহ, নিহারুল ইসলাম রুম্মান, মোহাম্মদ রাব্বী, কচি মিয়া, রাশেদুল হাসান রুবেল, সুমন দাশ, বদিউজাম্মান শান্ত প্রমুখ।
বিডি-প্রতিদিন/২২ ডিসেম্বর, ২০১৫/মাহবুব