নতুন বছরের প্রথম দিনে কুয়েতে বাংলাদেশি শিক্ষার্থীরা নতুন বই দিয়ে বরণ করে নতুন বছরকে। শুক্রবার কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস আয়োজন করেছে এ উৎসবের। অনুষ্ঠানে এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশসহ নতুন বই বিতরণ করা হয়।
দূতালয় প্রধান কাউন্সিলর এস.এম মাহবুবুল আলম, শ্রম কাউন্সিলর আবদুল লতিফ খান, প্রথম সচিব আনিসুজ জামান প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। প্রবাসে নতুন বই হাতে পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। কুয়েতে নেই কোন বাংলাদেশি স্কুল। বাবা-মায়ের সাহায্য আর প্রাইভেট টিউশন নিয়ে দ্বিতীয়বারের মতো কুয়েত থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয় বেশ কিছু শিক্ষার্থী। এদের মধ্যে একজন জিপিএ ৫ নিয়ে সবাই পাস করেছে।
দূতালয় প্রধান এস এম মাহবুবুল আলম অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীরা কোনো স্কুল না পড়েও শত ভাগ পাস করেছে।
বিডি-প্রতিদিন/ ০৪ জানুয়ারি, ২০১৬/ রশিদা