এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ‘হরতাল-অবরোধের নামে পেট্রলবোমা হামলা চালিয়ে অসহায় নারী-শিশুসহ পথচারিদের হত্যাসহ অন্য সকল নাশকতামূলক অপকর্মে লিপ্তদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। কাউকে রেহাই দেয়া হবে না’। শনিবার রাতে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি আইনজীবীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে দেশের পরিস্থিতি নিয়ে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এটর্নি জেনারেল বলেন, ‘আইনের শাসন নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। সে পথে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে হাঁটছি আমরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সংকল্পবদ্ধ করেছেন বিচারহীনতার কালচার থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্যে।’
‘জ্বালাও-পোড়াওসহ নাশকতার ঘটনাবলীতে যদি খালেদা জিয়ার সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তিনিও বিচারের মুখোমুখি হবেন এতে কোন দ্বিধা-দ্বন্দের অবকাশ নেই। কারণ আইন সকলের জন্যেই সমভাবে প্রযোজ্য’ বলেন এটর্নি জেনারেল। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্যে মহল বিশেষের অপপ্রচারণা সম্পর্কে প্রবাসীদের সজাগ থাকার আহ্বান জানান এটর্নি জেনারেল।
নিউইয়র্ক সিটির জ্যামাইকায় এডভোকেট শামসুদ্দোহার বাসায় নৈশভোজ শেষে অত্যন্ত ঘরোয়া পরিবেশে এ মতবিনিময়ে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ ল’ সোসাইটির সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী খান বাবুল, সহ-সভাপতি ও আওয়ামী আইনজীবী পরিষদের সভানেত্রী এডভোকেট মোর্শেদা জামান, সেক্রেটারি এডভোকেট নিলোফার ইয়াসমীন, যুগ্ম সম্পাদক এডভোকেট এম এ রশিদ, এটর্নী মাহবুব তালুকদার প্রমুখ। এ সময় তারা এটর্নি জেনারেলকে বিশেষভাবে ধন্যবাদ জানান নানা হুমকির পরও একাত্তরের ঘাতকদের বিচার অব্যাহত রাখার জন্যে।
প্রসঙ্গত, পারিবারিক সফরে নিউইয়র্কে আসেন এটর্নি জেনারেল। রবিবার সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেন।
বিডি-প্রতিদিন/ ০৫ জানুয়ারি, ২০১৬/ রশিদা