প্যারিসের গার দু নর্দের এক মিলনায়তনে জাতীয় পার্টি, ফ্রান্স শাখার উদ্যোগে আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সহ-সভাপতি খান বাবুল ইসলাম ও দপ্তর সম্পাদক দাউদ খানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা হুমায়ূন কবির চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাবীব খান ইসমাইল, কামাল পাটোয়ারী, নাসিম উদ্দিন, মনির হোসেন, টিটু আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বাংলাদেশের উন্নয়ন ও পল্লী বন্ধু এরশাদের ভূমিকা এবং জাতীয় পার্টির শাসনামলের ব্যাপক উন্নয়নমূলক কার্যকলাপের বর্ণনা করেন। সেই সঙ্গে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই গভীর সংকট থেকে উত্তরণ ও জনগণের স্বাভাবিক জীবনযাত্রার মান বজায় রাখতে পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্তের বিকল্প নেই বলে উল্লেখ করেন।
আগামী দিনে এরশাদের নেতৃত্তে জাতীয় পার্টি সরকার গঠন করবে সেই লক্ষে বাংলাদেশসহ ইউরোপ ও বহির্বিশ্বের জাতীয় পার্টির সকল সংগঠনকে একযোগে কাজ করার আহ্বান জানান জাতীয় পার্টি, ফ্রান্স শাখার নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/ ০৫ জানুয়ারি, ২০১৬/ রশিদা