বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮০তম জন্মদিন পালন করেছে বাহরাইনস্থ কেন্দ্রীয় বিএনপি। মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় মানামা উজান ভাটি রেস্টুরেন্টে এ উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মধ্যপ্রাচ্য বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাহরাইন বিএনপির প্রতিষ্ঠাতা, সভাপতি শেখ মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বহরাইন বিএনপির প্রধান পৃষ্ঠপোষক ফয়সাল মাহমুদ চৌধুরী। দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ স্কুলের পেট্রন ও বিএনপির পৃষ্ঠপোষক মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাহরাইন বিএনপির প্রধান উপদেষ্টা আ খ ম আশ্রাফ উদ্দিন, উপদেষ্টা গিয়াস উদ্দিন মিয়াজী, ইউছুফ সেলিম,এয়ার মো. আব্বাস, সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সাবের আহম্মদ, সহ সভাপতি ফরিদুল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আকন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, জিয়া পরিষদ সভাপতি মো. সোবহান, দেশনেত্রী পরিষদের সভাপতি মো. দেলোয়ার হোসেন, তারেক পরিষদ সভাপতি আবুল হোসেন তুহিন, সাধারণ সম্পাদক আরিফ খান ইমন, তরুণ দলের সভাপতি শাকিল মাহমুদ, জিদহাফ শাখা বিএনপির সভাপতি জামাল, মহররক শাখার সভাপতি মহি উদ্দিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২১ জানুয়ারি, ২০১৬/ রশিদা