শেখ রেহানার মেয়ে ও বঙ্গবন্ধুর নাতনি এবং ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিককে সংবর্ধনা দেয়া হয়েছে। ব্রিটেনের নিউপোর্টের লেবার পার্টি ও প্রবাসী বাংলাদেশিরা গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নিউপোর্টের ওয়াইএমসিএ হলে তাকে এ সংবর্ধনা দেন। খবর বিডি নিউজের
কমিউনিটি নেতা রাজনীতিবিদ শেখ মো. তাহির উল্লাহর সভাপতিত্বে সংবর্ধনায় নিউপোর্টের লেবারদলীয় এমপি জেসিকা মর্ডান, ওয়েলসের অ্যাসেম্বলি সদস্য জন গ্রিফিথস, কমিউনিটি নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী, কাউন্সিলর আলী আহমদ, নারীনেত্রী রুশনারা বেগম বক্তব্য দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে এক বক্তৃতায় টিউলিপ তার দলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। সেইসঙ্গে ব্রিটেনে বসবাসকারী নতুন প্রজন্মের বাংলাদেশিদের সেখানকার রাজনীতিতে আরো বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
টিউলিপ পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এক প্রশ্নের জবাবে তিনি ব্রিটিশ ভিসা অফিস দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনতে তার চেষ্টার কথা জানান এবং সবাইকে এর প্রচারে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি ২০১৬/শরীফ