বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক রাষ্ট্রদ্রোহ মামলার তীব্র প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের জোর দাবি জানায় বাহরাইনস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার রাত ৯টায় মানামা কিউ রেস্টুরেন্টে এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়।
প্রতিবাদী সংগঠনের সভাপতি শাহ আলম খান তপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহম্মদের পরিচালনায় সভার প্রধান অতিথি ছিলেন মধ্যপ্রাচ্য বিএনপির যুগ্ন আহ্বায়ক ও বাহরাইন বিএনপির প্রতিষ্ঠাতা, সভাপতি শেখ মো. আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন বাহরাইনস্থ স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি আই টি তাজুল ইসলাম, বাহরাইন বিএনপির উপদেষ্টা ইউছুপ হোসেন সেলিম, সহ সভাপতি সফি উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চুন্নু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আকন, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, প্রচার সম্পাদক শাহীন পাটোয়ারী, স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ।
সভায় আরও উপস্থিত ছিলেন বুদাইয়া শাখা বিএনপির সভাপতি আবুল কাশেম, রিফা শাখার সাধারণ সম্পাদক মো. রাজু, যুবদল সভাপতি মঞ্জুরুল আলম, দেশনেত্রী পরিষদের সভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া, তারেক পরিষদের সভাপতি আবুল হোসেন তুহিন, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আব্দুস সাত্তার খোকন, শাহাদাত হোসেন শান্ত, সহ প্রচার দলের সকল শাখার নেতৃবৃন্দ।
বক্তারা আইনের প্রতি শ্রদ্ধা রেখে রাজনৈতিক হয়রানি ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানান। এসময় দেশ, জাতি ও আরাফাতের রহমান কোকোর আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/ ৩০ জানুয়ারি, ২০১৬/ রশিদা