কুয়েতে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ব্যবসায়ী সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার কুয়েত সিটির গুলশান হোটেলে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ-কুয়েত জনশক্তি কর্মসংস্থান ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি শাহ জামাল খন্দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম আনোয়ার স্বপনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি চুন্নু মোল্লা, সিরাজুল ইসলাম, তোফাজ্জল, আব্দুল কাদের মোল্লা।
বক্তব্যে নেতৃবৃন্দ কুয়েতে বাংলাদেশিদের জন্য গৃহকর্মী ও ফ্যামিলি ভিসাসহ সব ধরনের ভিসার দ্বার উম্মুক্ত করার জন্য কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস ও বাংলদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে দাবি জানান। তারা বলেন, বিদেশিদের কাছে দেশের সুনাম একজন গৃহকর্মী যেভাবে তুলে ধরতে পারে সেটা অন্যের মাধ্যমে সহজ নয়। বক্তারা আরো বলেন এই সংগঠনের মাধ্যমে কুয়েতে বাংলাদেশি সকল গৃহকর্মীসহ সকল ধরনের শ্রমিকদের বিভিন্ন সমস্য সমাধানে সহযোগিতা করার চেষ্টা করবেন।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সালাউদ্দিন, রনি আহম্মেদ লালন, সামছুল ইসলাম, হুমায়ন কবির, মাহবুব আলম, ফিরোজ মোল্লা, সেলিম,তোফাজ্জল হোসেন,আব্দুর রহিম,তাজুল ইসলাম,মো. সিরাজ, মো. পান্নু মিয়া, আব্দুর রশিদ, বাইজিদ, রবেল, আমিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ৩০ জানুয়ারি, ২০১৬/ রশিদা