তুরস্কের মিল্লি কুতুপানে (তারকিশ ন্যাশনাল লাইব্রেরি) হলে তুরস্ক বাংলাদেশ অ্যাম্বেসির উদ্যোগে রবিবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের বাংলাদেশ দূতাবাস প্রধান এম আল্লামা সিদ্দিকী। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস প্রথম সচিব আরিফুর রহমান, সচিব সবুজ আহমেদ, আহাদুজ্জামান, তুরস্ক ইন্ডিয়ান দূতাবাসের প্রথম সচিব স্টালিন বাবু, ইউরোপ সাংবাদিক অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিভাগ প্রধান এমরে সোকাক, দ্যা ডিপ্লোম্যাটিক অবজারবারের সম্পাদক সেরহাত গেজের ও তুরস্কের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ।
তুরস্কের বাংলাদেশ দূতাবাস প্রধান আল্লামা সিদ্দিকী তার বক্তৃতায় ভাষা শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট এবং বাংলা ভাষা নিয়ে বাঙালিদের সংগ্রামের কথা বলেন।
বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আঙ্কারার ছাত্র-ছাত্রীদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন হুমায়ুন কবির, নাজমুস সাদাত উৎসব ও মৌমিতা। ভাষা শহীদদের স্মরণে কবিতা আবৃতি, দেশাত্মবোধক গান, তুরকিশদের মাঝে বাংলাভাষায় কথোপকথন প্রতিযোগিতা ও প্রোগ্রাম শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয় ।
বিডি-প্রতিদিন/ ২২ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা