কানাডায় বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডা ইনক’ ডেনফোর্থের অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। খবর বিজ্ঞপ্তির।
রাত ১২.০১ মিনিটে সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। এ সময় সংগঠনের কর্মকর্তাদের মধ্যে অধ্যাপক সুজিত দত্ত, ফরিদ উদ্দিন আহমেদ, মোহাম্মদ আমিন মিয়া, সমর পাল, বাহাউদ্দিন বাহার, এমএম তোহা, আনোয়ার সাদাত, তাপস ভট্টাচার্য, মিনারা বেগম, গিয়াসউদ্দিন আহমেদ, নাজমুল মুন্সীসহ বিপুল সংখ্যক সাবেক শিক্ষার্থী অংশ নেন।
উল্লেখ্য, যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে টরন্টোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে উদযাপিত হয়েছে। বাঙালি অধ্যুষিত ডেনফোর্থে অস্থায়ী শহীদ মিনার বানিয়ে রাত ১২.০১ মিনিটে সর্বস্তরের বাংলাদেশিরা পুস্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান।
বিডি-প্রতিদিন/ ২২ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা