‘আওয়ামী লীগ সরকার মানুষের সেবা করার জন্য জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় থকবে। তারা কোন দিন চিরস্থায়ী ক্ষমতায় থাকবে না। যতদিন দেশের মানুষ তাদেরকে দেশ ও জাতির উন্নয়নের জন্য রায় দিবেন ততদিন তারা জনগণের সেবক হয়ে থাকতে চান।’
বুধবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে স্থানীয় এক হোটেলের হল রুমে আবুধাবী কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তরা এসব কথা বলেন।
আবুধাবী কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আকবরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেহ উদ্দিন আহমদ। সাধারণ সম্পাদক নাছির তালুকদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমিরাত বাংলাদেশ দূতাবাসের রাজনৈতিক সচিব শহিদুজ্জমান ফারুকী, ইউএই বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, শেখ জায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবিবুল্লাহ খন্দকার, জনতা ব্যাংকের সিইও ইসমাঈল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের কাঙ্খিত উন্নয়ন হয়েছে। আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আওয়ামী লীগ সরকারকে বার বার ক্ষমতার আসার বিকল্প নেই। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে সমাপ্ত করে মিশন ২০২১ বাস্তবায়নের মাধ্যমে ২০৪১ সালের মাঝে বাংলাদেশকে একটি উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়ার জন্য প্রবাসীদের এগিয়ে আসারও আহবান জানিয়েছেন আবুধাবী কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের নেতারা। পরে দেশের সব শহীদ ও আবুধাবী কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল’র পিতা মরহুম কামাল উদ্দিন কন্ট্রাকটরের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি ১৬/ সালাহ উদ্দীন