বিশ্ববিখ্যাত বাঙালি স্থপতি এফ আর খানের ‘সিয়ার্স টাওয়ার’ (বর্তমান যেটি উইলিস টাওয়ার হিসেবে পরিচিত) অধ্যুষিত শিকাগো সিটির বিশেষ জরুরি প্রয়োজনে ব্যবহৃত টেলিফোন নম্বর ৯১১'তে বাংলা সংযোজন করা হয়েছে।
শিকাগোস্থ বাংলাদেশের অনরারি কন্সাল জেনারেল মনির চৌধুরীর চেষ্টার পরিপ্রেক্ষিতে শিকাগো সিটি প্রশাসন বৃহস্পতিবার এ সিদ্ধান্ত গ্রহণ করে।
বৃহস্পতিবার দুপুরে শিকাগো সিটির ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসের ম্যানেজার জ্যাসোন ওয়েঙ্গেল এক ই-মেইল বার্তায় অনরারি কন্সাল জেনারেল মনির চৌধুরীকে এ তথ্য জানান। ৯১১'তে ফোন করার পরই জানাতে হবে যে, ‘আমি বাংলায় কথা বলতে চাই।’ সাথে সাথে একজন বাংলা ভাষী অপারেটর টেলিফোনে আসবেন। এ সিদ্ধান্ত ইতিমধ্যেই কার্যকর হয়েছে বলেও সিটি প্রশাসন উল্লেখ করেছে।
১৯৯৭ সালের ৩১ অক্টোবর শিকাগো সিটি কাউন্সিলে পাশ হওয়া বিলের মাধ্যমে শিকাগো সিটির ডেভন এভিনিউর অংশ বিশেষের নামকরণ করা হয়েছে ‘শেখ মুজিব ওয়ে’। এ বিল পাশের ক্ষেত্রেও এই মনির চৌধুরীর অবদান অপরিসীম।
মনির চৌধুরী জানান, ‘শিকাগোসহ আশপাশের সিটি সমূহে হাসপাতালসহ সেবামূলক যত প্রতিষ্ঠান রয়েছে সবগুলোতে বাংলা ভাষা সংযোজনের আরেকটি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। স্বাধীনতা দিবসের আগেই সেটিও বাস্তবায়িত হবে বলে আশা করছি।’
প্রসঙ্গত, বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্ক সিটিতে অনেক আগেই ৯১১ ব্যবস্থাসহ সিটির সকল জরুরি কাজে বাংলা সংযোজন করা হয়েছে। হাসপাতালেও বাংলার প্রচলন ঘটেছে। প্রতিটি পাবলিক স্কুলে বাংলা অনুবাদকের পাশাপাশি নিউইয়র্ক সিটির শিক্ষা বোর্ড ও নির্বাচন কমিশনের সকল নোটিশ বাংলাতেও বিতরণ করা হচ্ছে। ব্যালট পেপারেও বাংলা থাকছে।
বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব