‘নাগরি বর্ণে ছিলটি ভাষা’-কে সরকারিভাবে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে অভিষেক হলো সিলেট প্রবাসীদের উদ্যোগে গঠিত সংগঠন নাগরি বর্ণে ছিলটি ভাষা স্বীকৃতি পরিষদ ইউএই। গতকাল আবুধাবীস্থ মিলিনিয়াম হোটেল সংলগ্ন পার্কে পরিষদের পক্ষ থেকে আলোচনা সভাও করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পরিষদের প্রধান উপদেষ্ঠা হাজী আবদূল মালেক আনছারী। সংগঠনের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন নাগরি বর্ণ ছিলটি পরিষদ ইউএই'র প্রধান সমন্বয়ক সাজিদূর রহমান সাচ্চু। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি ইউএইর দপ্তর সম্পাদক সাখাওয়াত হোসেন বকুল।
পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ তানভির শোভনের পরিচালনায় অন্যান্যে মাঝে বক্তব্য রাখেন ফুল মিয়া, রাজা মিয়া, সৈয়দ আজিজ, মতিউর রহমান চৌধুরী, ওবাইদূল হক চোধুরী রোকন, আবু রাসেল, নজিব আলী কালাম, রয়েল খান, ওয়াদূর রহমান আপু, দেশি ভয়েজ মিডিয়ার তারেক আহমেদ, অর্ণব, সোয়েল আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, ‘সিলেটবাসীর প্রাণের দাবি ‘নাগরি বর্ণে ছিলটি ভাষা’-কে সরকারি ভাবে স্বীকৃতি দিয়ে এ ভাষার নিজস্বতাকে বাঁচিয়ে রাখার সুযোগ সৃষ্টি করে দিতে হবে।’ তারা বলেন, ‘শুধু সিলেট নয় সকল জেলার নিজ নিজ ভাষায় কথা বলা ও লিখার স্বাধীনতা দিয়ে নতুন প্রজন্মকে নিজের মায়ের ভাষা চর্চার সুযোগ করে দিতে হবে।’
বিডি-প্রতিদিন/ ১৯ মার্চ, ২০১৬/ রশিদা