বিশ্বব্যাপী অর্থনৈতিক অসমতা, দারিদ্র্য ও দীর্ঘস্থায়ী বেকারত্বের মতো সমস্যা দূর করতে বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর পুনর্বিন্যাসের আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ১৪ থেকে ১৭ মার্চ অনুষ্ঠিত ১৮তম বিশ্ব ক্ষুদ্রঋণ শীর্ষ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
এসময় ড. ইউনূস আরব দেশগুলোর বিশাল যুব-বেকারত্ব সমস্যা মোকাবিলায় সামাজিক ব্যবসার ভূমিকার উপর জোর দেন। প্রসঙ্গত, আরব দেশগুলোয় যুব-বেকারত্বের হার এখন ২৮%, যেখানে বিশ্বে এই বেকারত্বের গড় হার ১২.৪%।
মাইক্রোক্রেডিট সামিট ক্যাম্পেইন ও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক খলিফা ফান্ড ফর এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ও আরব গালফ প্রোগ্রাম ফর ডেভেলপমেন্ট যৌথভাবে বিশ্ব ক্ষুদ্রঋণ শীর্ষ সম্মেলনের আয়োজন করে। বিশ্বের ৭০টি দেশ থেকে অংশগ্রহণকারীরা এই সম্মেলনে যোগদান করেছেন। সম্মেলনের উদ্বোধন করেনআবুধাবির ক্রাউন প্রিন্স কোর্ট শেখ হামেদ বিন জায়েদ আল নাহিয়ান ও খলিফা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্য বক্তাদের মধ্যে ছিলেন প্রিন্স আবদুল আজিজ বিন তালাত বিন আবদুল আজিজ আল সৌদ, ক্ষুদ্রঋণ কর্মসূচির দীর্ঘদিনের সমর্থক স্পেনের রানী সোফিয়া, সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রী, খলিফা ফান্ড ফর এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট-এর চেয়ারম্যান হুসেইন জে. আল নওয়ায়িস এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মাইক্রোক্রেডিট সামিট ক্যাম্পেইনের পরিচালক ল্যারি রিড। আবুধাবিতে অবস্থানকালে প্রফেসর ইউনূস আবুধাবির শাসক জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের আমন্ত্রণে তার সঙ্গে তার প্রাসাদে সাক্ষাৎ করেন।
প্রসঙ্গত, মাইক্রোক্রেডিট সামিট ১৯৯৭ সালে তার যাত্রা শুরু করে এবং এরপর থেকে বিশ্বব্যাপী দরিদ্রতম মানুষদের বিশেষ করে নারীদের নিকট ক্ষুদ্রঋণ ও অন্যান্য আর্থিক সেবা পৌঁছানোর লক্ষ্যে বৈশ্বিক ও স্থানীয় পর্যায়ে শীর্ষ সম্মেলনের আয়োজন করে আসছে।
বিডি-প্রতিদিন/২০ মার্চ, ২০১৬/মাহবুব