কয়েক মাসের প্রচার-প্রচারণা, প্রস্তুতি ও অনুশীলন অতঃপর বর্ণিল সাজ-সজ্জায় মঞ্চায়ণ হলো আবুধাবীতে দেশী বয়েজের বর্ষপূর্তির আয়োজন। আরব আমিরাতের রাজধানীতে সংগঠনের বর্ষপূতি উদযাপন করে প্রবাসে এক টুকরো বাংলাদেশ সৃষ্টির প্রত্যয়ী সংগঠন দেশী বয়েজ মিডিয়া। গত শুক্রবার রাতে অনুষ্ঠিত বর্ষপূর্তির উৎসব আয়োজনের মিডিয়া পার্টনার ছিল দেশের সর্বাধিক প্রচারিত পত্রিকা দৈনিক বাংলাদেশ প্রতিদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব জমিস উদ্দিন, জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান ও জনতা ব্যাংকের কর্মকর্তাসহ বাংলাদেশি কমিউনিটির নেতারা।
আবুধাবীস্থ কেরালা সোশ্যাল সেন্টারে বিকেল ৫টায় অনুষ্ঠান শুরু হবার কথা থাকলেও দুই ঘণ্টা পিছিয়ে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানটি শুরু হয়। সঞ্চালক তানভীর শোবন ও শাখাওয়াত বকুল মঞ্চে এলেই জ্বলে উঠে বর্ণিল আলোকবাতি। সঞ্চালকদ্বয়ের ঘোষণা অনুযায়ী স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা দেওয়ান কুদ্দুস। এর পরপরই সাংস্কৃতিক অনুষ্ঠান আরম্ভ হলেও বাঁধে ছোট-খাটো হট্টোগোল। একদিকে মঞ্চে নৃত্য করছে ক্ষুদে নৃত্যশিল্পী অন্যদিকে দর্শকসারিতে শোরগোলে ব্যস্ত হয়ে পড়েন চেয়ার প্রত্যাশী রাজনৈতিক নেতারা। স্বেচ্ছাসেবকদের আপ্রাণ চেষ্টায় শোরগোল থামানো গেলেও বিপত্তি বাঁধে ফের। এবার স্বয়ং সাংবাদিকদের সঙ্গেই লেগে বসেন দর্শক সারিতে দায়িত্বরতদের কয়েকজন। সাংবাদিকদের জন্য আলাদা মিডিয়া পয়েন্ট না থাকায় দায়িত্ব পালনে বাধার সম্মুখীন হয় তারা। তবুও ক্যামেরা হাতে ব্যস্ত ছিলেন সংবাদকর্মীরা। হঠাৎ দায়িত্বরত কয়েকজন তেড়ে এসে সাংবাদিকদের জায়গা ছেড়ে দিতে বলা হলে কেউ কেউ তখনই অনুষ্ঠানস্থল ত্যাগ করে চলে যান। ততক্ষণে নজরে এলো পুরো আয়োজনের অব্যবস্থাপনার দৃশ্য। অনুষ্ঠানে নেই আমন্ত্রিত অতিথিদের অনেকে। কমে যায় দর্শকও। এতটুকুতে খেয়ে হারানো আবুধাবীর দেশী বয়েজের অনুষ্ঠানে ফের প্রাণের সঞ্চার ঘটায় দুবাইয়ের ৭১ টিম নামের সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় নাটিকা।
হৃদয়স্পর্শী ও স্বদেশ প্রেম জাগ্রত করতে সহায়ক নাটিকাটির পরিবেশনায় নেতৃত্ব দেন বাপ্পা। পরবর্তীতে সংগীত শিল্পী পাবেল আবদুল্লাহ গানও মন ছুঁয়ে যায় দর্শকদের। আবারও শুরু হয় দুবাইয়ের সাংস্কৃতিক সংগঠন এন্টি ভাইসার টিমের হাস্য-রসে ভরা নাটিকা 'হালের ফেসবুক'। এরপর ক্রমান্বয়ে প্রথম দিকের ব্যর্থতার চিত্র ধীরে ধীরে উতরে যায় একে একে দেশী বয়েজে টিমের আমির মোহাম্মদ, নাহিদা, পপি(হ্যাপী), সাঈদার পরিবেশনায় নৃত্য, ফ্যাশন-শো, সংগীত শিল্পী অপু, কায়সার হামিদ, বাপ্পা ও 'স' ব্যান্ডের মনোমুগ্ধকর পরিবেশনায়।
অনুষ্ঠানের মাঝ পথে মোড়ক উন্মোচন করা হয় বর্ষপূর্তি স্মারক গ্রন্থ 'উৎসব-২০১৬' এবং দেয়া হয় বেশ কয়েকজনকে সংবর্ধনা। মুক্তিযুদ্ধে নিজেদের বীরত্বের জন্যে সম্মাননা পান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমান কিবরিয়া ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল আলম। অন্যান্যের মধ্যে তিন ব্যবসায়ীসহ সাংবাদিকতায় জাহাঙ্গীর কবির বাপপি ও আলোকচিত্রে বোরহানকে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
এসময় দেশী বয়েজ মিডিয়ার বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন দূতাবাসের প্রথম সচিব শ্রম জসিম উদ্দিন, আবুধাবীস্থ জনতা ব্যাংকের ম্যানেজার আব্দুর রাজ্জাক মোল্লা প্রমুখ। সবশেষে র্যাফেল ড্রয়ের মাধ্যমে শেষ হয় নানা জল্পনা কল্পনায় ভরা দেশী বয়েজ মিডিয়ার বর্ষপূর্তির আয়োজন।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৬/মাহবুব