ইউটিউব, অনলাইন পড়াশুনা, আধুনিক স্থাপত্য শিল্প, অটোমোটিভ প্রকৌশল, তেল-গ্যাস, ট্রাফিক, রাস্তাঘাটসহ সব সেক্টরেই বাংলাদেশের প্রকৌশলীরা পথ প্রদর্শকের ভূমিকায়। যুক্তরাষ্ট্রের মোটর সিটি হিসেবে খ্যাত ডেট্রয়েট শহরে বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ও স্থপতিদের আমেরিকাভিত্তিক জাতীয় সংগঠন ‘আমেরিকান এসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস’ তথা ‘আবিয়া’র ৩ দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের ব্যাপক প্রস্তুতি চলছে। আগস্টের ১৯ তারিখে শুরু এ সম্মেলনে বিশ্বসেরা বাংলাদেশি প্রকৌশলীদের সমাগম ঘটবে। সর্বশেষ প্রস্তুতির আলোকে এ সম্মেলনের জন্যে গঠিত কমিটির আহ্বায়ক ড. জাকিরুল হক গতকাল বুধবার বলেন, বাংলাদেশ, ইউরোপ, অস্ট্রেলিয়াসহ আমেরিকা ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বাংলাদেশী বংশোদ্ভুত কয়েকশত প্রকৌশলী ও স্থপতি আসবেন।
প্রকৌশলী জাকিরুল বলেন, বাংলাদেশি-আমেরিকান সেলিব্রেটি প্রকৌশলীদের মাঝে অন লাইন শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী সাফল্যের প্রাণপুরুষ সালমান খান, ইউটিউব-এর অন্যতম উদ্যোক্তা জাভেদ করিম, হাইব্রিড অটোমটিভের সবচেয়ে বেশি প্যাটেন্ট-এর মালিক ড. খাজা রহমান, তরুন গবেষক হিসাবে এ বছওে মার্কিন প্রেসিডেন্ট পদক প্রাপ্ত ড. সাইফ সালাউদ্দিন, কম্পিউটার অপারেটিং সিস্টেম পেন্টিয়াম টু এর প্রধান উদ্ভাবক মুস্তাফিজ চৌধুরী এবং বিশেষ বায়ো রোবট আবিষ্কারক এম তাহের সাইফ উপস্থিতির ব্যাপারে তাদের সম্মতি জ্ঞাপন করেছেন।
এ সম্মেলনে বিশ্বসেরা সব প্রকৌশলী ও গবেষক বিজ্ঞানীদের অংশগ্রহণে থাকবে টেকনিক্যাল সেমিনার, চাকুরি মেলা, নৈশভোজসহ সঙ্গীত শিল্পী নচিকেতা, অনুপমা মুক্তি, নাট্য ব্যক্তিত্ব রোজী সিদ্দিকী, সহিদুজ্জামান সেলিম এবং অভিনেত্রী ও স্থপতি অপি করিমসহ দুই বাংলার খ্যাতিমান শিল্পিরা অংশগ্রহণ করবেন সাংস্কৃতিক অনুষ্ঠানে।
সেমিনারে বাংলাদেশি ছাত্রদের গবেষণা পত্র বিজয়ীদের পুরস্কৃত করা হবে। আবিয়া মিশিগান চ্যাপ্টার স্কুলগামী ছাত্র-ছাত্রীদের জন্য ‘স্ট্যাম’ প্রতিযোগিতার আয়োজন করেছে। বিজয়ী ছাত্র-ছাত্রী সম্মেলনে অতিথিদের সামনে তার গবেষণাপত্র উপস্থাপন করবেন।
নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বিশ্বখ্যাত সম্মেলন কেন্দ্র ‘কোবো সেন্টার’ নির্ধারণ করা হয়েছে। কোবো সেন্টার থেকে রেনেসাঁ সেন্টার হাটাপথ, তবে শার্টল বাসের ব্যবস্থা থাকবে।
নৈশ ভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রকৌশল ছাড়াও বাংলাদেশি-আমেরিকানদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিশেষ করে মিশিগান, ওহাইয়ো, শিকাগো ও কানাডার উইন্ডসর এবং টরন্টোতে বসবাসরত বাংলাদেশীদের অংশগ্রহণ প্রত্যাশা করছেন আয়োজকরা।
এছাড়াও গাড়ির শহর ডেট্রয়েট ট্যূর, বাংলাদেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ভিন্ন বর্ষের ছাত্র-ছাত্রীদের রি-ইউনিয়ন, হেনরি ফোড জাদুঘর ভ্রমণ, কানাডা- যুক্ত্ররাষ্টের মাঝে বয়ে যাওয়া নদীতে নৌবিহারসহ বেশ কিছু আকর্ষণীয় স্থানে ভ্রমনের আয়োজন করা হয়েছে। কোবো সেন্টারের সাংস্কৃতিক অনুষ্ঠানে ডিসপ্লেটেবিল, স্টোর নিতে আগ্রহীদের দ্রুত যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
সম্মেলনে আগ্রহী প্রকৌশলীদের ‘এএবিইএ ডট অর্গ’ (AABEA.ORG ) ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রার করতে অথবা কনভেনর ড. জাকিরুল হক([email protected]), কো- কনভেনর মনির জামান([email protected]), কো- কনভেনর সাদেক রহমান সুমন ([email protected]), ফেরদৌস গাজী ([email protected]) অথবা আবু আশরাফের ([email protected]) সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৪ এপ্রিল, ২০১৬/ রশিদা