বাঙালির আপন সংস্কৃতিকে হৃদয়ে লালন করে আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা নতুন বছরকে স্বাগত জানালো নানা কর্মসূচির মধ্য দিয়ে। রঙিন পোশাকে সেজে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করেছে বাংলা নববর্ষ।
বৈশাখের সাজ-পোশাকের সঙ্গে এতে বিশেষ আকর্ষণ ছিল পিঠা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার রাতে মধ্যপ্রাচ্যের ব্যবসায়িক প্রাণকেন্দ্র দুবাই শহরে ব্যাপক আড়ম্বরে অনুষ্ঠিত হল এ বৈশাখী সাংস্কৃতিক উৎসব। বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে দুবাইস্থ কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে অনুষ্ঠিত পিঠা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন কনসাল জেনারেল এস. বদিরুজ্জামান। অনুষ্ঠানে আফগানিস্তানের কনসাল জেনারেল আবুল হামিদ আফগান এবং ফিলিপাইনের কনসাল জেনারেল পল রেমন্ড পি. কর্টেসসহ বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মিসেস মুনিরা আযমের সঞ্চালনায় অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রেহানা রহমান, শম্পা, ইয়াসমিন, কালাম, সামিদা চৌধুরী, অনিন্দিতা খান, জেরিন তামান্না, মাসুম, লালন আযাদ, কমার্শিয়াল কাউন্সেলর ড. রফিক আহমেদ এবং বাংলা ভাষা ও শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রী। কনসাল জেনারেলের কণ্ঠে গাওয়া 'আজ পাশা খেলব রে শ্যাম' গানটি ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ।
সাংস্কৃতিক পর্ব শেষে পিঠা প্রতিযোগিতা ও সেরা যুগল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কনসাল জেনারেল। পিঠা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে মিসেস লোপা, মিসেস লিটা এবং মিসেস সুরাইয়া। সেরা যুগল প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে জাফর ও মিসেস জুলি জাফর, পারভেজ ও মিসেস পপি পারভেজ এবং সবুর ও মিসেস সায়মা সবুর জুটি। সমাপনী পর্বে দর্শকদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন উৎসব উদযাপন কমিটির মূল সমন্বয়কারী প্রথম সচিব(শ্রম) মিজানুর রহমান এবং কাউন্সেলর ড. শাহ্ মোহাম্মদ তানভীর মনসুর। অনুষ্ঠানে দুই হাজারেরও অধিক দর্শকের সমাগম ঘটে।
বিডি-প্রতিদিন/১৫ এপ্রিল ২০১৬/ এস আহমেদ